জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার সকালে পাঁচবিবি থানা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে থানা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর থানা বিএনপি'র সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন,থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) রেজাউল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবু তাহের, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনিছুর রহমান, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচীব বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচীব রাব্বি প্রমুখ। শেষে বন্যা দুর্গত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সারা বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা বাতিল করে দেশ মাতৃকার ও গণমানুষের শুভ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়|