বগুড়া সদরে ক্রয় করা নিজস্ব জমি জোরপূর্বক ক্লাবের নামে দখল ও শহীদ মিনার নির্মাণের অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বগুড়া সদরের বারপুর দক্ষিণপাড়া এলাকার মৃত বজলার রহমানের ছেলে তাইজুল ইসলাম খোকন।
লিখিত বক্তবে তিনি বলেন, গত ১৯৮২ সালে তার পিতা বারবাকপুর মৌজায় ৬ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। ঐ জমি এমআরআর মূলে কতিপয় ব্যক্তি জমিটি তাদের বলে দাবি করলে তার বাবা আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। পরে একই এলাকার মজনু মাস্টার, সাজ্জাদ হোসেন, পলাশ উক্ত জমিটি ক্লাবের নাম করে দখলের চেষ্টা চালালে তিনি জমি রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে আন্দোলনের কারণে প্রশাসন মাঠে না থাকার সুযোগে গত ৬ আগস্ট জোরপূর্বক উক্ত জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় তারা। পরে গত ৩০ আগস্ট ঐ জমিতে তারা শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করে। এতে বাধা দিতে গেলে তারা বড় ধরণের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কায় রয়েছেন। এ অবস্থায় তার বাবার ক্রয় করা জমিটি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।