বগুড়ার কাহালুতে লিজ নেয়া পুকুর থেকে জাল দিয়ে জোরপূর্বক মাছ ধরে নেয়াসহ হুমকী প্রদানের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কাহালুর বীরকেদার ইউনিয়নের ছাতুয়ারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মোখলেছার রহমান ভুলু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন যবৎ ঐ গ্রামের একটি খাস খতিয়ানের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে সংসারের খরচ নির্বাহ করে আসছিলেন। গত ৭ আগস্ট একই এলাকার মৃত দীরাজ উদ্দিন খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদলের নেতা বাবলু খন্দকারসহ তার সহযোগিরা তার চাষ করা মাছগুলো জাল দিয়ে ধরে নিয়ে যায়। মাছ ধরতে নিষেধ করলে তারা তাকে বিভিন্ন প্রকার ভয়—ভীতি প্রদর্শন করে। এ ছাড়া তার বাড়িঘর আগুনে জালিদে দেয়ারও হুমকী প্রদান করে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে তিনি ও তার পরিবারের নিরাপত্তা দাবি করা হয়েছে।