বগুড়ায় সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় আহত ব্যক্তিদের সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar বগুড়ায় সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় আহত ব্যক্তিদের সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৫০
বগুড়ায় সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় আহত ব্যক্তিদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় আহত ব্যক্তিদের সংবাদ সম্মেলন

বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহরের উত্তর চেলোপাড়ার সবুজ ব্যাপারী। - চাঁদনী বাজার

বগুড়ায় গতকাল সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় আহত ব্যক্তিদের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনের ভুক্তভোগীরা বলেন,  গত শুক্রবার উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসায় ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ এর উদ্দেগ্যে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভার মূল বিষয় ছিল মাদক বিক্রি, চাঁদাবাজি, নেশা, জমি দখল, ভূমি দস্যুতা ও ছিনতাই প্রতিরোধ করা। প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও অত্র এলাকার ব্যক্তিবর্গ উপস্থিতি ছিল। এতে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তির স্বার্থে ব্যঘাত ঘটার কারণে উত্তেজিত হয়ে ওঠে। এরই পরিপেক্ষিতে আরজু বেপারী একজন মুরব্বি হিসেবে এর প্রতিবাদ করলে তখন আজাদ বাহিনীর চুন্নু, কাউসার, রাফসানসহ অজ্ঞাতনামা অনেকে উত্তেজিত হয়ে পড়ে । পরবর্তীতে আজাদ তার সশস্ত্র বাহিনী নিয়ে আনুমানিক রাত সাড়ে ১০টায় আরজু বেপারীর বাসায় হামলা চালায় এবং মারধর করে। তাদের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী বাহিনীরা লোকজনকে তাদের ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। এছাড়া আরজু বেপারীর ছেলে জনিকে ধাড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং জনির ফুফাতো ভাই টপিকে রাম দা দিয়ে মাথায় আঘাত করে। এছাড়াও বাড়ির মহিলাদের নির্যাতন ও মারধর করে। এই অবস্থা দেখে আরজু বেপারীর বড় ছেলে সবুজ বেপারী বাঁধা দিতে গেলে সন্ত্রাসী বাহিনী তার মাথায় আঘাত করতে গেলে সেই আঘাত তার চোখে লাগে।
 
এমতাবস্থায় এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় ভুক্তভোগীদের সেনা সদস্যরা উদ্ধার করে শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা এখনও  চিকিৎসাধীন আছে। উক্ত বিষয়ে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এবং ছাত্র সমাজের প্রতি সহযোগীতার আহ্বান জানান।