সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ২ জনকে বিনাশ্রমে ৭ দিনের কারাদণ্ড | Daily Chandni Bazar সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ২ জনকে বিনাশ্রমে ৭ দিনের কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০০
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ২ জনকে বিনাশ্রমে ৭ দিনের কারাদণ্ড
সংবাদদাতা, সারিয়াকান্দি, বগুড়াঃ

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ২ জনকে বিনাশ্রমে ৭ দিনের কারাদণ্ড

 বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবের পাড়া সলুর ঘাট সংলগ্ন বাঙালি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।গত রোববার  বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃতৌহিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।অবৈধ ভাবে বালু উত্তোলনের  অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সোনাতলা উপজেলার জোড়গাছা নওদাবাগ এলাকার পিন্টু প্রামানিকের ছেলে নাসিম (১৯) এবং একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহীন (৩৫) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান গণমাধ্যমকে বলেন,অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।