শিবগঞ্জে ছেলেকে জমি দলিল করে না দেওয়ায় পিতা—মাতাকে মারপিটের অভিযোগ | Daily Chandni Bazar শিবগঞ্জে ছেলেকে জমি দলিল করে না দেওয়ায় পিতা—মাতাকে মারপিটের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:৩৪
শিবগঞ্জে ছেলেকে জমি দলিল করে না দেওয়ায় পিতা—মাতাকে মারপিটের অভিযোগ
উপজেলা সংবাদদাতা, শিবগঞ্জ, বগুড়াঃ

শিবগঞ্জে ছেলেকে জমি দলিল করে না দেওয়ায় পিতা—মাতাকে মারপিটের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে ছেলেকে জমি দলিল করে না দেওয়ায় পিতা—মাতা ও ভগ্নিপতিকে মারপিট থানায় অভিযোগ। 
থানা অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী গ্রামের আকবর আলী ড্রাইভার (৬৫) এর নিকট থেকে একমাত্র ছেলে ইকবাল হোসেন ৪৪ শতক জমি দলিল করে চায়। পিতা জমি দলিল করে দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাত ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ইকবাল তার বাবা আকরব আলী (৬৫) ও মা জয়নাব বিবি (৬০) ও ভগ্নিপতি ছায়েদ জামান (৪০) কে বেধরক ভাবে মারপিট করে গুরুত্বর জখম করে। আহতরা বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। এব্যাপারে আকবর আলী বলেন, জমি দলিল করে দিতে অস্বীকৃতি জানালে আমার একমাত্র ছেলে আমাদেরকে মারপিট করে মাথা ফেটে দেয়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, দ্রুত আইনানুগ ব্যবস্থা  নেওয়া হবে।