গোবিন্দগঞ্জে এমবিএস সমিতির গ্রাহকের ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মানববন্ধন | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে এমবিএস সমিতির গ্রাহকের ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৩৬
গোবিন্দগঞ্জে এমবিএস সমিতির গ্রাহকের ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাঃ

গোবিন্দগঞ্জে এমবিএস সমিতির গ্রাহকের ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ১২’শ গ্রাহকের ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে টাকা আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরের সামনের সড়কে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ এমবিএসএস সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহক জাহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আবু তাহের, দেলোরা বেগম, আব্দুল লতিফ, তুলা মিয়া, তোতা মিয়া, আজাদ হোসেন সহ আরও অনেকে।
এসময় বক্তরা বলেন, আমরা ক্ষতিগ্রস্থ গ্রাহকরা সমিতিতে সঞ্চয়কৃত টাকা ফেরত পেতে এই প্রতারক চক্র ও সহযোগীদের আইনের আওয়ায় আনার জন্য প্রথমে গোবিন্দগঞ্জ থানায়, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে অভিযোগ প্রদান করি। তারপরেও কোন ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে টাকা ফেরতে ব্যবস্থা নিতে টাকা আত্মসাতকারী সভাপতি আমিনুল এহসান আপেল ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন গংদের গ্রেফতারের দাবী জানান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া সাংবাদিকদের জানান, আমি অভিযোগ পাওয়ার পরেই অভিযোগটি তদন্তপুর্বক আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা সমবায় অফিসারকে নির্দেশ দিয়েছি।