শুক্রবার বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি পরিদর্শন করলেন বগুড়া নবাগত জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা।
এরপর তিনি মহিষাবান ইউনিয়নে জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মন্ডল পন্ডিতের বাড়ি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, নশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান জোবাইদুর রহমান গামা, ওসি (তদন্ত) আঃ শুকুর, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, উপজেলা সমবায় ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, বিএনপি ও অঙ্গদলের মধ্যে মাহফুজার রহমান ফারুক, আশরাফুল ইসলাম, আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পটল, তৌমিরুল ইসলাম তৌকির, সম্রাট হাসান দোয়েল, ডিউ তালুকদারসহ স্থানীয় প্রশাসন এবং বিএনপির ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। এরপূর্বে জেলা প্রশাসক হোসনা আফরোজা বাগবাড়িতে শহীদ জিয়া রেড ক্রিসেন্ট মাতৃসনদ ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করেছেন। অপরদিকে, মহিষাবান ইউনিয়নে জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মন্ডল পন্ডিতের কবর জিয়ারত উপলক্ষে দোয়া মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। খবর বিজ্ঞপ্তির