বগুড়ার সিপিবির উদ্যোগে সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বদিউল আলম পলক'র শোকসভা | Daily Chandni Bazar বগুড়ার সিপিবির উদ্যোগে সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বদিউল আলম পলক'র শোকসভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৫৯
বগুড়ার সিপিবির উদ্যোগে সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বদিউল আলম পলক'র শোকসভা
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ার সিপিবির উদ্যোগে সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বদিউল আলম পলক'র শোকসভা

ছবি বিজ্ঞপ্তির।

১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ০৫ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ছাত্রনেতা, উদীচী শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়ার সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বদিউল আলম পলক'র শোকসভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং সাজেদুর রহমান ঝিলাম'র সঞ্চালনায় সাতমাথাস্হ ছাত্র ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
সভায় আলোচকবৃন্দ বলেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম পলক একজন অসাম্প্রদায়িক, প্রগতিশীল দেশপ্রেমিক ও সংগ্রামী মানুষ ছিলেন। 
তিনি ছিলেন সততার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আত্মগোপনে থেকেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব পরিবার হত্যাকান্ড পরবর্তী সামরিক শাসনে দীর্ঘ একটানা চার বছর কারাগারে থেকেছেন, তবু্ও তিনি আদর্শচ্যুত, আত্মসমর্পণ এবং আপোষ করেন নি। তার সংগ্রামী রাজনৈতিক জীবনে প্রতিটি গণতান্ত্রিক, সামরিক শাসন বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইসহ মানবমুক্তির সকল রাজনৈতিক সংগ্রামে সামনের কাতারে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 
তিনি শ্রেণীহীন, শোষণহীন সমাজব্যবস্থা বিনির্মানে আমৃত্যু অবদান রেখেছেন। তিনি একজন বিনয়ী, নিরহংকারী ও মানবিক গুণাবলি সম্পন্ন একজন মানুষ ছিলেন। 
তাঁর মৃত্যুতে সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠায় এক অপূরনীয় ক্ষতি হলো। 
শোক সভায় বক্তব্য রাখেন,  সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, বাম গণতান্ত্রিক জোট বগুড়ার সমন্বক এ্যাডঃ সাইফুল ইসলাম পল্টু, সাম্যবাদী আন্দোলনের নেতা কমরেড আমিনুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু,  নারীনেত্রী জীবন নাহার, বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, বীর মুক্তিযোদ্ধা আফতাবুল আলম দোল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোতা, কমরেড অখিল পাল, যুবনেতা সুলতান আহমেদ রবিন ক্ষেতমজুর নেতা সোহাগ মোল্লা, ছাত্রনেতা বায়োজিদ রহমান প্রমূখ নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির