বগুড়া জেলা বিএনপির সহ—সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা মহিলাদলের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনিকে বিগত ২০২২সালের ১৭জুলাই বিকেল ৩টায় বগুড়ায় আদালতে মামলার হাজিরা দিতে গেলে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে মারপিট ও শ্লীনতাহানীর অভিযোগে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ১’শ ২৬জনের নাম উল্লেখ করে এবং ১৫০/১৬০জনকে অজ্ঞাত বলে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সুরাইয়া জেরিন রনি। অভিযুক্তরা হলেন, মজিবুর রহমান মজনু, রাগেবুল আহসান রিপু, আসাদুর রহমান দুলু, রফি নেওয়াজ খান রবিন, শুভাশীষ পোদ্দার লিটন, মাসুদুর রহমান মিলন, সুলতান মাহমুদ খান রনি, সোহরাব হোসেন, সাননু, ভিপি সাজেদুর রহমান সাহিন, ওবায়দুল হক ববি, সজিব সাহা, মাহিদুল ইসলাম জয়, মাশরাফি হিরো, নাইমুর রাজ্জাক তিতাস, আবু সুফিয়ান শফিক, মুঞ্জুরুল হক মুঞ্জু, ছাত্রলীগের জিহাদ আল হাসান জুয়েল, গাবতলীর আজিজার রহমান পাইকার, আছমা বেগম, নিরাশ পাইকার, মনির ইসলাম পিপুল, ডিও জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আ: গফুর মন্ডল, কলেজপাড়ার জহুরুল আকন্দ, স্বেচ্ছাসেবকলীগের রাশেদ, সোয়াইব হোসেন ছনি, সাবেক মেম্বার নাজমা, নিবির, শ্রমিকলীগের শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আ: গোফ্ফার, খোরশেদ মেম্বার, বাইগুনির সাইফুল, কামরুন্নাহার মেম্বার, নাড়–য়ামালার রকি মেম্বার, সিরাজুল, ছুনছু, সোন্দাবাড়ীর শফিকুল আলম নয়ন, আতিকুর রহমান আতিক, পুরান বাজারের বিপ্লব সরকার, মানিক সরকার, ছিদ্দিক মেম্বারসহ ১’শ ২৬জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০/১৬০জন।