অস্থিরতা না কাটলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের হুমকি- বিজিএমইএ | Daily Chandni Bazar অস্থিরতা না কাটলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের হুমকি- বিজিএমইএ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ২০:২৭
অস্থিরতা না কাটলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের হুমকি- বিজিএমইএ
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

অস্থিরতা না কাটলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের হুমকি- বিজিএমইএ

বিজিএমইএ লগো। ছবি: Wikipedia.

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পোশাকশিল্পে চলমান অস্থিরতা না কাটলে আগামীকাল রোববার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছেন কারখানা মালিকরা।

আজ শনিবার ঢাকায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক হয়।

বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, অস্থিরতা না কাটলে আগামীকাল থেকে তারা কারখানা বন্ধ রাখবেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) বিজিএমইএর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।