
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং জিএম কাদেরের সহধর্মিনী শরীফ কাদের এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সামবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধা ৭টায় রংপুর সেন্টাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামন থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামন বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ ফারুখ হোসেন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, রংপুর মহানগর যুব সংহতির আহবায়ক মোঃ ইউসুফ আহমেদ, সদস্য সচিব মোঃ হিরা, রংপুর মহানগর শ্রমিক পার্টির সভাপতি মোঃ রাজু আহমেদ রাজু, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, রংপুর জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং জিএম কাদেরের সহধর্মিনী শরীফ কাদের এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হাবে।