বগুড়া লেখক চক্রের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ | Daily Chandni Bazar বগুড়া লেখক চক্রের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০১:০৯
বগুড়া লেখক চক্রের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া লেখক চক্রের  ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাহিত্য উৎসবের। দিনব্যাপী অনুষ্ঠানামালায় থাকছে উদ্বোধনী সভা, কথা ও কবিতা, আবৃত্তি ও আলোচনা সভা। সকাল ১০ টায় দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল লোক গবেষক ড. বেলাল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার মল্লিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন, বগুড়ার সভাপতি গণেশ দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, কবি মাহমুদ হোসেন পিন্টু এবং গোলাম সাকলায়েন বিটুল। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। খবর বিজ্ঞপ্তির