সারিয়াকান্দির ফেরদৌসি বেগমের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত | Daily Chandni Bazar সারিয়াকান্দির ফেরদৌসি বেগমের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১৯
সারিয়াকান্দির ফেরদৌসি বেগমের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

সারিয়াকান্দির ফেরদৌসি বেগমের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি গ্রামের মৃত হযরত আলী সরকারের স্ত্রী মোছাঃ ফেরদৌসি বেগম (৫০) সোমবার সকালে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘আমি একজন বিধবা মহিলা এবং ক্যান্সার রোগী। আমার এক পুত্র ও দুই কন্যা সন্তান রহিয়াছে। কন্যা সন্তানদেরকে বিবাহ দিয়াছি। বর্তমানে একমাত্র পুত্র সন্তান মোঃ সুলতান সরকার (৩৩) কে লইয়া স্বামীর ত্যাক্ত জমি-জমা চাষাবাদে অতিব কষ্টে দিনাতিপাত করিতেছি। 'সারিয়াকান্দি থানাধীন বড়ইকান্দি মৌজার হাল দাগ নং- ৩১৮৭, ১১৫৯, ৯১৭, ৯১৪, ৮৫১,২৪০৩ দাগের মোট পরিমান-১.৩৩ একর জমি আমার স্বামীর স্বত্ব দখলীয় সম্পত্তি হওয়ায় উক্ত সম্পত্তি আমার স্বামী মৃত্যুর পর আমার ও সন্তানদের নামে ২২/০৮/২০১৭ ইং তারিখে খারিজ করিয়া লইয়া ভোগ দখল করিয়া আসিতে থাকাকালে বিবাদী-মোছাঃ রেনু বিবি দিং উক্ত সম্পত্তি অন্যায়ভাবে দাবী করায় আমি সহ অন্যান্যরা বাদী হইয়া জেলা বগুড়ার সারিয়াকান্দি সহকারী জজ আদালতে ১১/২১ বণ্টন মামলা দায়ের করিয়া তাহাতে অস্থায়ী ও অন্ত বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করিলে, বিবাদী রেনু বিবি আপত্তি দাখিল করেন। অতঃপর মাননীয় আদালত দুই পক্ষে শুনানী অন্তে স্থিতিবস্থা বজায় রাখিবার নির্দেশ প্রদান করেন এবং নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখিবার জন্য অফিসার ইনচার্জ সারিয়াকান্দি থানাকে নির্দেশ দেন। কিন্তু বিবাদী রেনু বিবির পুত্র মোঃ ইউনুস প্রধান বিজ্ঞ আদালতের স্থিতিবস্থার আদেশ প্রতিপালন না করিয়া তুচ্ছ তাচ্ছিল্য করিয়া জোরপূর্বক উক্ত সম্পত্তি জবর দখলের চেষ্টা করে ব্যর্থ হইয়া স্থানীয় ৮নং কুতুবপুর ইউ,পি'র চেয়ারম্যান কর্তৃক টাকা-পয়সার মাধ্যমে জাল-জালিয়াতির ওয়ারিশান সনদপত্র সৃষ্টি করিয়া উক্ত জ্বাল ও জ্বালিয়াতি মূলে সৃষ্টি করা ওয়ারিশান সনদপত্র দ্বারা আদালতে বন্টন মোকদ্দমা বিচারাধীন থাকা স্বত্বেও তাহা গোপন করিয়া সহকারী কমিশনার (ভূমি) সারিয়াকান্দিকে ভুল বুঝাইয়া বে-আইনী বাধ্য করিয়া দাবীকৃত সম্পত্তির চাইতে বেশী সম্পত্তি অর্থাৎ ৭৪ শতক সম্পত্তি বিবাদী-রেনু বিবি দিং নামে খারিজ করিয়া লয়। আমার পুত্র উক্ত তর্কিত খারিজ আদেশের বিরুদ্ধে খারিজ বাতিলের নিমিত্তে ১৩/Xiii/২০২৩-২৪ নম্বর মিস কেস দায়ের করি। যাহা শুনানীর পর্যায়ে থাকাকালে বিবাদী রেনু বিবি দিং উক্ত খারিজকৃত ৭৪ শতক অবৈধভাবে বিক্রয়ের চেষ্টা করিলে আমার পুত্র সুলতান সরকার সারিয়াকান্দি, সাব- রেজিস্ট্রারকে যাবতীয় কাগজপত্র দেখাইয়া উল্লেখিত বিচারাধীন ১১/২১ বন্টন। মোকদ্দমার কাগজপত্র দেখাইয়া হাল-১১৫৯,৩১৮৭,৮৫১,৯১৭,৯১৪,২৪০৩ দাগের সম্পত্তি যাহাতে বিক্রয়/হস্তান্তর করিতে না পারে, তৎমর্মে দলিল রেজিষ্ট্রি না করার জন্য একখানা দরখাস্ত দ্বারা আবেদন করিলেও, সাব রেজিষ্ট্রার সাহেব তৎপ্রতি কোনরুপ গুরুত্ব প্রদান না করিয়া গত ইং ১১/০৬/২০২৪ তারিখে ১৪৬৭ এবং ১৪৬৮ নম্বর দলিল সহ বেশ কয়েকটি দলিল রেজিষ্ট্রি করিয়া দেয়। ফলে আমি বরাবরই ন্যায় বিচার পাওয়া হইতে বঞ্চিত হইতেছি। ফলে আমি ন্যায় বিচার ও প্রতিকার চাহিয়া গত ইং ০৮/০৯/২০২৪ তারিখে আইন উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশন (দুদক), বগুড়া অফিসে রেজিঃ ডাকযোগে দুইটি অভিযোগ দায়ের করি। উক্ত অভিযোগ বিষয়ে বিবাদী-রেনু বিবি দিং অবগত হইয়া আমার ও আমার পুত্রের উপর ভীষনভাবে ক্ষিপ্ত হইয়া উঠে এবং জোরপূর্বক আমাদের ভোগ দখলীয় সম্পত্তি জবর দখল করিয়া আমাদের হাল চাষে এবং চাষাবাদে বাধা প্রদান করায়, আমি গত ইং ১১/০৬/২০২৪ তারিখে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করি, কিন্তু থানা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করায় বিবাদী রেনু বিবি দিং জোরপূর্বক আমাদের ভোগ দখলীয় জমিতে এলাকার সন্ত্রাসীদের ছত্র-ছায়ায় জোরপূর্বক মাটি ফেলাইতে থাকিলে এবং আমন ধানের চারা অন্যায়ভাবে নষ্ট করিতে থাকিলে, আমার পুত্র মোঃ সুলতান সরকার ইং ০৬/০৯/২০২৪ তারিখে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তৎপর সারিয়াকান্দি থানার এ,এস,আই জনাব মোঃ রেজাউল করিম উভয় পক্ষকে গত ইং ১১/০৯/২০২৪ তারিখে থানায় ডাকিয়া বিবাদী-রেনু বিবি দিং উক্ত পুলিশ কর্মকর্তার সহিত যোগসাজস করিয়া আমার পুত্র সুলতান সরকার এর নিকট হইতে সাদা ফাঁকা কাগজে সহি লইয়া আমার পুত্রকে ছাড়িয়া দেয়। কিন্তু অদ্যবধি বিবাদীদের অবৈধভাবে মাটি ভরাটের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করে নাই। আমি তাহাকে মোবাইল ফোনে উক্ত এ,এস,আই জনাব মোঃ রেজাউল করিম বিবাদীদের অবৈধ মাটি ভরাট করিতে নিষেধ করার জন্য বলিলেও তিনি বলেন যে, আদালতের স্থিতিবস্থা বজায় রাখার আদেশ চলিবে না, আপনারা নতুন করিয়া নিষেধাজ্ঞার আদেশ আনেন। তৎপর আমি নিরুপায় হইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারিয়াকান্দি, বগুড়াকে মোবাইল ফোনে বিবাদীদের অবৈধ কাজ বন্ধ রাখিবার জন্য অনুরোধ করিলে, তিনি ৯৯৯-এ ফোন দিতে বলেন। আমি সহ আমার পুত্র আমার স্বামীর সম্পত্তি রক্ষার্থে উল্লেখিত আইনগত পদক্ষেপ গ্রহনের পরেও আমরা অসহায় এবং বল-শক্তিহীন ও আর্থিক অসচ্ছল ব্যক্তি হওয়ায় কোন আইনগত প্রতিকার পাইতেছি না। এমতাবস্থায় আপনাদের লিখনীর মাধ্যমে পুলিশ প্রশাসন সহ বিচার বিভাগের নিকট ন্যায় বিচার প্রত্যাশায় আজকের এই সাংবাদিক সম্মেলন করিয়া বেপরোয়া বিবাদী-রেনু বিবি দিং দের বিরুদ্ধে অবৈধভাবে কার্যকলাপ বন্ধ সহ আইনের আওতায় আনিয়া শাস্তি প্রদানের জন্য আবেদন জানাইতেছি। ’