যৌথ বাহিনীর অভিযান, জরিমানা-সিলগালা | Daily Chandni Bazar যৌথ বাহিনীর অভিযান, জরিমানা-সিলগালা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০২:১১
যৌথ বাহিনীর অভিযান, জরিমানা-সিলগালা
উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

যৌথ বাহিনীর অভিযান, জরিমানা-সিলগালা

সিরাজগঞ্জের রায়গঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে  দোকান সিলগালা ও বাছাই রাইস মিলে জরিমানা করা হয়েছে।
 
বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা বাজারের মেসার্স একতা ট্রেডার্সে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর  চাল মজুদ করার দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।পরে একই বাজারের মেসার্স সোনালী অটো প্রসেসিং বাছাই রাইচ মিলে অভিযান চালিয়ে সরকারি লোগো সম্বলিত বস্তা সংরক্ষণ ও বিপুল সংখ্যক মজুদকৃত চালের বস্তার সঠিক হিসাব দিতে না পারায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ অনুযায়ী  ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
 
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু'র পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নাসির উদ্দিন খান।