প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন | Daily Chandni Bazar প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:২৫
ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন
উপজেলা সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাঃ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলীর বিরুদ্ধে অবৈধ নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের রাসেল ইসলাম পাপুল উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া এ তদন্ত কমিটি গঠন করেছেন। যার স্মারক নং৮০২,তারিখ ১৫/ ৯/২০২৪।অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সরেজমিনে তদন্ত পুর্বক মতামত সহ প্রতিবেদন দাখিল করার জন্য চিঠিতে জানানো হয়েছে।অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী তার আপন বেয়াই কে সভাপতি বানিয়ে বিভিন্ন দুর্নীতির আখড়ায় পরিনত করেছেন। অভিযোত সুত্রে জানাযায়,গোপনে অফিস সহায়ক,আয়া,ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ দিয়ে কমপক্ষে ৩০ লক্ষ টাকা নিয়ে তা বিদ্যালয়ের কোন কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করেছে। অফিস সহায়ক পদে প্রধান শিক্ষক তার আপন শ্যালক সাদা মিয়ার জন্ম তারিখ পরিবর্তন করে অষ্টম শ্রেণি পাশ দেখিয়ে অনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেয়। কিন্তু সাদা মিয়ার এসএসসি পাশের সনদ অনুযায়ী তার বয়স ৪২ হবে, তাহলে কি করে নিয়োগ হয় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আপন বেয়াই আওয়ামীলীগ নেতা সভাপতি হওয়ার সুবাদে বরাদ্দ কৃত  ২টন টিআর কাজ না করে ভাউচার মুলে সমূদয় টাকা ও  টিউশন ফি সহ অন্যান্য আয় বাবদ ফান্ডে রক্ষিত প্রায় ৭ লক্ষ টাকা চেক মুলে উত্তোলন করে সমুদয় টাকা আত্মসাৎ করায় বর্তমানে স্কুল ফান্ডের একাউন্টে কোন টাকা নাই। উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ একটি প্রতিবেদন দাখিল করবেন তদন্ত কর্মকর্তা এটাই আশা এলাকাবাসী সহ সচেতন মহলের। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এগুলোর কোন ভিত্তি নেই।

এ বিষয়ে তদন্ত কারী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ জানান, উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে