‘জাতীয় আদিবাসী পরিষদ’ বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার সম্মেলন | Daily Chandni Bazar ‘জাতীয় আদিবাসী পরিষদ’ বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩০
‘জাতীয় আদিবাসী পরিষদ’ বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি

‘জাতীয় আদিবাসী পরিষদ’ বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার সম্মেলন

জাতীয় আদিবাসী পরিষদ, বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার সম্মেলন গত ২২শে সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলার ডেমাজানী বন্দরস্থ অদম্য যুব ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক সুনীল রবিদাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ-বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিষদের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারাধন চন্দ্র বাগদী।

পরিষদের বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক সুজন রাজভরের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) নেতা স্বপন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি সুমন রবিদাস, জেলা শাখার অন্যতম নেতা শুভ রাজভর, প্রসেনজিৎ রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদ-আমরুল ইউনিয়ন শাখার সভাপতি জগন্নাথ রাজভর, নারী নেত্রী দিপালী রানী রাজভর, টুলটুলি রানী, পারুল রানী, অদম্য যুব ফোরামের সদস্য বিশ্বজিৎ রবিদাস প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলনের সর্বসম্মতিক্রমে শিপন কুমার রবিদাসকে সভাপতি, সুজন কুমার রাজভরকে সাধারণ সম্পাদক এবং সুনীল রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদের শাজাহানপুর উপজেলা শাখা কমিটির তালিকা ঘোষণা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস। সম্মেলন উপলক্ষে ডেমাজানী বাজারে একটি শোভাযাত্রা বের করা হয়।

এছাড়াও শুভ রাজভরকে আহ্বায়ক, শাওন মালীকে যুগ্ম আহ্বায়কও প্রসেনজিৎ রবিদাসকে সদস্য-সচিব করে ০৭ সদস্য বিশিষ্ট আদিবাসী ছাত্র পরিষদ-শাজাহানপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়। লিটন রবিদাসকে আহ্বায়ক, বিমল রাজভরকে যুগ্ম আহ্বায়কও উজ্জ্বল কর্ণিদাসকে সদস্য-সচিব করে ০৭ সদস্য বিশিষ্ট আদিবাসী যুব পরিষদ-শাজাহানপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়। সাবিত্রী রানী রাজভরকে আহ্বায়ক, দিপালী রানীকে যুগ্ম আহ্বায়ক ও শান্তনা রানীকে সদস্য-সচিব করে ০৭ সদস্য বিশিষ্ট আদিবাসী নারী পরিষদ-শাজাহানপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়।

বক্তাগণ, সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আদিবাসীদের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা, হত্যা, অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আগামীতে সবাইকে জাতীয় আদিবাসী পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ৯ দফা দাবি আদায়ের সংগ্রামকে বেগবান করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। খবর বিজ্ঞপ্তির