মহিপুরে ইটালী পরিবহন রাস্তার বাইরে ।। আহত -১৫ | Daily Chandni Bazar মহিপুরে ইটালী পরিবহন রাস্তার বাইরে ।। আহত -১৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:২৫
মহিপুরে ইটালী পরিবহন রাস্তার বাইরে ।। আহত -১৫
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ

মহিপুরে ইটালী পরিবহন রাস্তার বাইরে ।। আহত -১৫

পটুুয়াখালীর কলাপাড়ায় ঢাকা-কুয়াকাটাগামী ইটালী পরিবহন (ঢাকা মেট্রো ব-১২-৩৩৮৩) মহিপুরে   রাস্তার বাইরে ধান ক্ষেতে পড়ে গেছে। 

সোমবার সকাল ৬ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কে মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রাম অতিক্রমকালে এ দূর্ঘটনা ঘটে। এতে অন্ততঃ ১৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। এটা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
বেপরোয়া গতিতে চালানোর কারনে এ দূর্ঘটনার শিকার হয়। তাৎক্ষণিক গাড়ীর চালক সহ সুপারভাইজার, হেলপার পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,ইটালী পরিবহনটি বেপরোয়া গতিতে চালানোর কারনে নিয়ন্রন হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়।
তবে কাওসার নামে এক যাত্রী বলেন, ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিল। অপরদিকে, বেপরোয়া গতিতে গাড়ীটি চালানোর কারনে নিয়ন্ত্রনে রাখতে পারেনি। 
 মহিপুর থানার ওসি, মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি বলেন।