
বগুড়ার শিবগঞ্জ ৫৪ বছরের মাদ্রসার রাস্তা পাকাকরণ না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের দুভোর্গ।
জানা গেছে, উপজেলা সিমান্তবর্তী এলাকায় অবস্থিত ময়দানহাট্টা ইউনিয়নের শরিফ খাঁন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫৪ বছর পেরিয়ে গেলেও মাদ্রাসাটির যাতায়াতের রাস্তা পাকাকরন করা হয়নি। ১৯৬৯ সালে স্থাপিত হয়েছে মাদ্রাসাটি। ঐ এলাকার সূধী ও সমাজ সেবকদের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠিত মাদ্রাসায় বর্তমানে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে পাঠদান চলছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এঁটেল মাটির কারনে কাঁদা সৃষ্টি হলে চরম দুভোর্গ পোয়াতে হয়। এব্যাপারে অত্র মাদ্রাসার সুপার মোঃ আব্দুল হাকিম বলেন হাটি—হাটি করে গত ৩৪ বছর পেরিয়ে গেল আমি এই মাদ্রাসায় সেবা করে যাচ্ছি অত্র এলাকার সাধারন মানুষের সহযোগীতায় । কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসার যাতায়াতের এক কিঃমিঃ রাস্তা পাকাকরণ করার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও তা—বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন বর্তমানে রাস্তার পাশে^র্ মালিকানাধীন বড় একটি পুকুর থাকার কারনে কাঁচা রাস্তাটি ভেঙ্গে ভেঙ্গে পুকুরে বিলীণ হয়ে যাচ্ছে। রাস্তাটি পাকাকরন থাকলে শিক্ষার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পেতো। তিনি অবহেলিত মাদ্রাসাটির একাডেমিক ভবন নির্মাণের দাবী জানান।