টিএমএসএস’র উদ্যোগে বগুড়া পল্লীমঙ্গলে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক সভা | Daily Chandni Bazar টিএমএসএস’র উদ্যোগে বগুড়া পল্লীমঙ্গলে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:১৮
টিএমএসএস’র উদ্যোগে বগুড়া পল্লীমঙ্গলে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক সভা
প্রেস বিজ্ঞপ্তি

টিএমএসএস’র উদ্যোগে বগুড়া পল্লীমঙ্গলে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক  সভা

বগুড়া সদর পল্লীমঙ্গল টিএমএসএস শাখা অফিসে গতকাল মানবাধিকার ও জেন্ডার কর্মসূচীর উদ্যোগে ‘বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি— বিজ্ঞপ্তির

বগুড়া সদর পল্লীমঙ্গল টিএমএসএস শাখা অফিসে গতকাল মানবাধিকার ও জেন্ডার কর্মসূচীর উদ্যোগে ‘বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্থার এইচইএম গ্রাণ্ড সেক্টরের গ্রুপ সভানেত্রীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন টিএমএসএস এর যুগ্ম—পরিচালক রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার ও জেন্ডার কর্মকর্তা মোছাঃ সাহানা আফরোজ খানম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সচেতনতার অভাবে কন্যা শিশুরা বাল্য বিয়ের শিকার হচ্ছে। কন্যা সন্তানদের শিক্ষিত করে তাদের স্বাবলম্বী করলে যৌতুকের প্রবণতা কমে আসবে। মোবাইলে আসক্তি ও অপব্যবহারের মাধ্যমে শিশুরা ভুল পথে পরিচালিত হচ্ছে। খবর বিজ্ঞপ্তির