রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই | Daily Chandni Bazar রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:২৩
রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রাজশাহীতে চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার (২২ সেপ্টেম্বর)  দুপুরে রাজশাহীর দামকুড়া থানার কাদিপুর ল-পাড়া গ্রামের আমবাগানে নিহত অটোরিকশা চালকের মরদেহ পাওয়া যায়। শনিবার দিবাগত রাতে এমন ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহত অটোরিকশাচালকের নাম সাজিমুল (৩৫)। দামকুড়া থানার বাথান বাড়ি গ্রামে তার বাড়ি। বাবার নাম আলম।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সাজিমুল এক ব্যক্তির ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন। শনিবার বিকালে তিনি রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রোববার দুপুরে স্থানীয়রা আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান। ধারনা করা হচ্ছে তার অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।