ক্ষেতলালে স্কুলের সভাপতি মাদকসহ গ্রেফতার | Daily Chandni Bazar ক্ষেতলালে স্কুলের সভাপতি মাদকসহ গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:৪১
ক্ষেতলালে স্কুলের সভাপতি মাদকসহ গ্রেফতার
উপজেলা সংবাদদাদা, ক্ষেতলাল, জয়পুরহাটঃ

ক্ষেতলালে স্কুলের সভাপতি মাদকসহ গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। সভাপতি হুমায়ন উপজেলার কুসুশ শহর গ্রামের শাহাজান আলীর ছেলে। রবিবার রাতে মামুদপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করে।
জানাগেছে, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার একাধিক স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় তেলাল কুশুম শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ন (৩২) কে মামুদপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেফতার করে। তার এক সহযোগী বড়তারা ইউনিয়নের মাদক ব্যবসায়ী রুহি বিবি (৪১ কে গ্রেফতার করেন। তাদের নিকট থেকে ৫০পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেন। 
আটককৃতরা হলেন, বড়তারা ইউনিয়নের কুঠিবাড়ী গ্রামের আশরাফ আলীর স্ত্রী রুহি বিবি (৪১)এর নিকট থেকে ৩০ পিচ ও কুসুম শহর গ্রামের শাহাজান আলীর ছেলে হুমায়নের নিকট থেকে ২০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এছাড়া তালিকা ভূক্ত আসামী মাদক ব্যবসায়ী জুয়েল হোসেনকে গ্রেফতার করা হয়।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গত রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে হুমায়নকে মাদকসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিল। তার নামে ক্ষেতলাল থানায় অস্ত্র আইনেও মামলা রয়েছে ।