শেয়ার বাজারে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar শেয়ার বাজারে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩১
শেয়ার বাজারে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক

শেয়ার বাজারে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

সাকিব আল হাসান

শেয়ার বাজারে কারসাজিতে জড়িত থাকায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ কয়েকজনকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিএসইসি।

বিবৃতিতে বলা হয়েছে, শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মি. হাসানকে এই জরিমানা করা হয়েছে।

একই কারণে সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেডকে এক লাখ টাকা এবং মি. হাসানের ব্যবসায়িক অংশীদার মো. আবুল খায়েরকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সেই সঙ্গে, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, আবুল কালাম মাতবর ১০ লাখ টাকা এবং লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজ ও জাহেদ কামালকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।