সব বকেয়া মজুরি পরিশোধ, নিম্নতম মজুরি বাস্তবায়ন, হাজিরা বোনাস বৃদ্ধিসহ যেসব দাবি বাস্তবায়নে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন, মালিক পক্ষ সেগুলো মেনে নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলেনে একথা জানান তিনি।
দাবি মেনে নেওয়ার ফলে সব পোশাক কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস ২২৫ টাকা বাড়বে।
সেই সঙ্গে, আগামী অক্টোবরের মধ্যে সব কারখানায় বকেয়া মজুরি পরিশোধ এবং সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
মালিকপক্ষ শ্রমিকদের ১৮ দফা দাবি বাস্তবায়নে সম্মত হওয়ায় বুধবার থেকে সব পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে বলে আশা করছে সরকার।