বগুড়ায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar বগুড়ায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০১:০৭
বগুড়ায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের সাবেক বিএনপি নেতা মেহেদী হাসান শাওনের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার ও আওয়ামী লীগ নেতাদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে বগুড়া সদরের মানিকচক স্ট্যান্ডে এলাকাবাসী এ মানববন্ধন করে। 
এতে বক্তব্য রাখেন ওই এলাকার রঞ্জনা বেগম, শাহানা আক্তার, মনিরা বেগম, রকি হাসান, শাকিলা বেগম, শাহানাজ বেগম, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, শাহাদত হোসেন, জেল্লাল মিয়া, কামাল উদ্দিন প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা বলেন, মেহেদী হাসান শাওনের নামে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। এলাকার কিছু আওয়ামী লীগ নেতা তার বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলাও করেছেন। আমরা শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 
তারা আরো বলেন, শাওন এলাকার কৃতি সন্তান। তিনি এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকেন। কেউ বিপদে পড়লে এগিয়ে আসেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষে সেবা করে যাচ্ছেন। তার বিরুদ্ধে এলাকার কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে ফাঁসানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মানিকচক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।