প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৫৮
ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
ভারতে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়ার সাতমাথার মুক্তমঞ্চে হেফাজতে ইসলামী দলের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতির নেতৃত্বে শহরের সাতমাথা মুক্তমঞ্চে ভারতের মহারাষ্ট্র মুম্বাইয়ের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক হযরত মুহাম্মাদ (সা.) এর নামে কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রান কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। এ সময় এই ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ বের করা হয়। উক্ত সমাবেশে শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে ছাত্র জনতা, শিক্ষক ও মুসল্লিরা দলে দলে অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, হযরত মুহাম্মাদ (সা.) এর সমন্ধে মুম্বাইয়ে এক পুরোহিত কর্তৃক কুটুক্তি ও এক বিজেপির নেতার সমর্থনে গোটা মুসলিম জাতির অন্তরে আঘাত লেগেছে। এই ঘটনাগুলি বার বার ঘটায় বিশেষ করে বাংলাদেশী মুসলিমরা ভারতকে পছন্দ করে না। সেই সাথে আমরা অন্তবর্তী সরকারকে ওই ঘটনার জন্য ভারত সরকারের কাছে বাংলাদেশের ১৭ কোটি তৌহিদী জনতার পক্ষ থেকে প্রতিবাদ জানানোর জোর দাবী জানাই।