
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ২২:১৪
আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ
বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকেলে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেনজীর রহমান। আরো বক্তব্য সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আবু মুত্তালিব মতি, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, মমিন খান, মিজানুর রহমান, আহসানুল হক সবুর প্রমুখ। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করাসহ কতিপয় গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।