
নাটোরের সিংড়ায় ছোট চৌগ্রাম গ্রামে এক হিন্দু গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেছে এক যুবক। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ধর্ষক আটক না হওয়ায় ধর্ষককে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় ছোট চৌগ্রাম হিন্দু স¤প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু স¤প্রদায়ের জনসাধারণ অংশ নেন। মানববন্ধনে বক্তারা ধর্ষক রবিউল বিশ্বাস ওরফে রব্বুলের সব্বের্াচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবি জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা দেওয়া, এলাকার শান্তি—শৃঙ্খলা রক্ষা ও হিন্দু স¤প্রদায়ের উপর নারী নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। গত বুধবার ( ২৫ সেপ্টেম্বর ) ভোর রাতে সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম হালদার পাড়ায় ভুক্তভোগীর স্বামী জয়ন্ত হালদারের অনুপস্থিতিতে ঘরে ঢুকে সেই গৃহবধূকে ধর্ষণ করে বখাটে রবিউল। বৃহস্পতিবার ওই পরিবার বাদী হয়ে সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
ভুক্তভোগীর পরিবার জানায়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ধর্ষণ হওয়ার ৭২ ঘন্টা পার হলেও আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায়, চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল বিশ্বাস সেই গৃহবধূকে রাস্তা পথে নিয়মিত উত্ত্যক্ত করতো। বুধবার রাতে গৃহবধূর স্বামী জয়ন্ত হালদার মাছ মারতে বিলে যায় এ খবর পেয়ে সুযোগে বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহবধূকে জোর করে ধর্ষণ করে রবিউল। পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা করা হয়। রবিউল এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাছাড়াও এলাকায় নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা—মীম তাবাসসুম প্রভা ও সিংড়া থানা তদন্ত ওসি আকবর আলী ছুটে যান এবং ঐ পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেন।