নীলফামারীর সৈয়দপুরে শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ | Daily Chandni Bazar নীলফামারীর সৈয়দপুরে শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৫
নীলফামারীর সৈয়দপুরে শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
জেলা সংবাদদাতা, নীলফামারীঃ

নীলফামারীর সৈয়দপুরে শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

নীলফামারীর সৈয়দপুরে রাস্তার পাশে শপিং ব্যাগে  এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । 
 
শনিবার (২৮ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পালপাড়া বাজার পাকা রাস্তা র ধারে নবজাতকের মরদেহ উদ্ধার করা যায়।  
 
সৈয়দপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এলাকাবাসী রাস্তা দিয়ে যাচ্ছিলেন।এসময়ে রাস্তার পাশে একটি শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় দেখতে পায়। তা দেখে স্থানীয়রা এগিয়ে গিয়ে ব্যাগটি উদ্ধার করে সেখানে এক নবজাতকের মরদেহ দেখতে পায়। তা দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে।  
 
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
(তদন্ত)আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,রাস্তার পাশে শপিং ব্যাগে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।এবিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।