নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার দুই | Daily Chandni Bazar নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার দুই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৮
নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার দুই
উপজলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার দুই

বগুড়ার নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃৃতরা হলেন- বগুড়া মালতিনগর এলাকার মৃত মাজেদের পুত্র জাহিদুল ইসলাম জাহিদ (৪২), শাজাহানপুর থানার হেলেঞ্চা পাড়ার মৃত আহমেদ আলীর ছেলে  বজলুর রশিদ (৫০)।  নন্দীগ্রাম থানা সুত্রে জানা যায়,  গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর এলাকায় গরু চুরি সংক্রান্ত ঘটনায় মামলার জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার (ওসি) তারিকুল ইসলামের নেতৃত্বে থানার একদল চৌকাস টিম গত ২৭সেপ্টেম্বর বিকেলে ধুনট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে একটি পিকআপ ভ্যান ও ৪টি চোরাই গরু উদ্ধার হয়। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, একটি পিকআপ ভ্যান ও ৪টি চোরাই গরু উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।