২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে নিরাপদ সড়ক চাই নিসচা বগুড়া জেলা শাখা। শনিবার বিকেলে সংগঠনের জেলা শাখার সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। শহরের কলোনী এলাকায় হোটেল লুক এটা মি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিসচা বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবু। সভায় বক্তব্য দেন নিসচা জেলা সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি ও কর্মসুচি উদযাপন কমিটির আহবায়ক মাহমুদ শরীফ মিঠু, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, শেখ মোঃ আবু হাসনাত, রবিউল ইসলাম সোহাগ, আহমেদ উল্লা, কুতুব শাহাবুদ্দিন বাবু, জিল্লুর রহমান, আব্দুল মোমিন,লতিফুর রহমান, আব্দুর রহমান আপেল, আরিফুল ইসলাম, জান্নাতুল ইসলাম, আবু রায়হান, আল আমিন ইসলাম, মোস্তাফিজুর রহমান, আহসান ইসলাম প্রমুখ।
কর্মসুচি উদযাপন কমিটির আহবায়ক মাহমুদ শরীফ মিঠু এসব কর্মসুচি ঘোষনা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে পহেলা অক্টোবর শহরের সাতমাথা এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, মাসব্যাপি চালক ও জনসাধারণের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ, গণপরিবহনে স্টিকার বিতরণ, বিভিন্ন হাট-বাজারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, পরিবহন শ্রমিক, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের সাথে মতবিনিময়, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জাহানারা কাঞ্চনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, সড়ক দুর্ঘটনায় নিহত পারিবারগুলোর সাথে সাক্ষাত, দূর্ঘটনা প্রবন এলাকায় সচেতনতামূলক ব্যানার ফেস্টুন স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে। খবর বিজ্ঞপ্তির