তিস্তায় পানি বৃদ্ধিতে লালমনিরহাটে বন্যা | Daily Chandni Bazar তিস্তায় পানি বৃদ্ধিতে লালমনিরহাটে বন্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০২:১৩
তিস্তায় পানি বৃদ্ধিতে লালমনিরহাটে বন্যা
তিস্তা বিপদসীমার ওপরে, ধরলায় কাছকাছি
জেলা সংবাদদাতা, লালমনিরহাটঃ

তিস্তায় পানি বৃদ্ধিতে লালমনিরহাটে বন্যা

ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।পানি নিয়ন্ত্রণে লালমনিরহাটের তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টের ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ণ বোর্ড লালমনিরহাট। এদিকে আজ রোববার ভোর থেকে তিস্তার পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান,গড্ডিমারী,ডাউয়াবাড়ী,কালিগঞ্জ উপজেলার ভোটমারি,চরবৈরাতি আদিতমারী উপজেলার মহিষখোঁচা,গোবর্ধন,সদর উপজেলার কালমাটি,হরিণচড়া,খুনিয়াগাছ,রাজপুর,গোকুন্ডাসহ অন্তত ১৫টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে।এসব গ্রামের ৩হাজার হেক্টর জমির খেতের ফসল পানিতে তলিয়ে রয়েছে।বসতঘরে পানি ওঠায় লোকজন দুর্ভোগে পড়েছেন।এদিকে বন্যা দেখা দেয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষজন।দেখা দিয়েছে গো খাদ্য সংকট।আকস্মিক এ বন্যায় পানিতে ভেসে গেছে ২ শতাধিক পুকুরের মাছ। তিস্তা পাড়ের বাসিন্দা আব্দুর রশিদ,হাবিবুর রহমান জানান,আকস্মিক বৃষ্টিপাতের কারণে এ বন্যায় বাড়ীঘরে পানি ওঠেছে।তলিয়ে গেছে খেতের ফসল ভেসে গেছে পুকুরের মাছ।বন্যা স্থায়ী হলে সমস্ত ফসল পঁচে যাবে। আমাদের অনেক ক্ষতি হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান,বন্যা এলাকায় লোকজনের খবর নেয়া হচ্ছে।সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশদেয়া হয়ে বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপনের।