কলাপাড়ায় মহানবী (স:) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar কলাপাড়ায় মহানবী (স:) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৪ ০১:২২
কলাপাড়ায় মহানবী (স:) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ

কলাপাড়ায় মহানবী (স:) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালী কলাপাড়ায়  সোবার শেষ বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
 সোমবার বিকালে ওলামা-ত্বলাবা ও তাওহীদি জনতার আয়োজনে কলাপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। মিছিলে হাজারো ধর্মপ্রান মুসুল্লী অংশগ্রহন করেন।
 এসময় তাওহীদি জনতার পক্ষে  বক্তব্য রাখেন হাফেজ মো. আল-আমিন, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাহবুবুল আলম নাঈম।
বক্তারা, মহানবী (স) নিয়ে কটুক্তিকারী ভারতের উগ্র পুরোহিতের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।