জয়পুরহাটে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্ম বিরতি | Daily Chandni Bazar জয়পুরহাটে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্ম বিরতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৪ ০২:১৭
জয়পুরহাটে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্ম বিরতি
জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটে  বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্ম বিরতি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে জয়পুরহাটে  বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দু'দিনব্যাপী কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচী শুরু করেছে।
 
 বুধবার সকাল ৯টা থেকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার পরিষদ এই অবস্থান কর্মসুচী পালন করছে।
 
 এসময় বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, সদস্য সচিব তন্ময় কুন্ডু, আনোয়ারা পারভীনসহ অন্যরা। 
এসময় বক্তারা বলেন কারগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমাধারীরা বিভিন্ন দপ্তরে ১০ম গ্রেডের পদ মর্যাদায় কর্মরত কিন্ত সার্ভেইন ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেডের পদ মর্যাদা থেকে বঞ্চিত। 
 
আন্দোলনকারীরা বলেন আগামী ৩অক্টোবরের মধ্যে তাদের ন্যয় সংগত অধিকার ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আগামী ৬অক্টোবর হতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।