গেবিন্দগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু | Daily Chandni Bazar গেবিন্দগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৪ ০২:৩৩
গেবিন্দগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

গেবিন্দগঞ্জে  ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধার গেবিন্দগঞ্জে  ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৬০) নামে একজন কৃষক মারা গেছে। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।  
 জানা গেছে,  গতকাল সকালে মোহাম্মদ আলী মাছ মারার জন্য বাড়ী থেকে বের হয়। ঘন্টা দেড়েক পর বাড়ীর লোকজন খবর পেয়ে মাছ মারার স্থানে গিয়ে দেখতে পায় মোহাম্মদ আলী প্রতিবেশী খয়বর আলীর ধান ক্ষেতের বৈদ্যুতিক ফাঁদে আটকা পরে আছে। পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করলে দেখতে পান অনেক আগেই তার মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার এস.আই হারুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করার পর মরদেহটি সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয় এবং ময়না তদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।