হজ্জ উপলক্ষে বগুড়ায় সায়েম ট্রাভেলস্ এর হাজী সম্মেলন অনুষ্ঠিত | Daily Chandni Bazar হজ্জ উপলক্ষে বগুড়ায় সায়েম ট্রাভেলস্ এর হাজী সম্মেলন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২৪ ১৭:৩৬
হজ্জ উপলক্ষে বগুড়ায় সায়েম ট্রাভেলস্ এর হাজী সম্মেলন অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

হজ্জ উপলক্ষে বগুড়ায় সায়েম
ট্রাভেলস্ এর হাজী সম্মেলন অনুষ্ঠিত

আসন্ন ২০২৫ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে বগুড়া শহরের নবাববাড়ি সড়কের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে শনিবার দিনব্যাপী উত্তরবঙ্গের সর্বপ্রথম হজ্জ ট্রাভেলস্ এজেন্সি সায়েম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনাল এর আয়োজনে প্রায় ৫ শতাধিক হাজীর অংশগ্রহণে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক রাকিব রেদওয়ানের ব্যবস্থাপনায় ও মাওলানা আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে আসন্ন হজ্বকে সামনে রেখে করণীয় ও নিজেদের প্রতিষ্ঠানের সেবাসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনাল ও মেসার্স সায়েম ট্রেডার্সের সত্ত্বাধিকারী মক্কা প্রবাসী মো: আব্দুল মান্নান। এসময় তিনি বলেন, ২০২৫ সালে সম্ভাব্য তারিখ ৫ই জুনে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে ২৯ এপ্রিল থেকে হজ্বের আনুষ্ঠানিক ফ্লাইট শুরু হবে। বিগত সময়ে পাসপোর্ট জটিলতাসহ নানা তথ্য বিভ্রান্তিতে হজ্জ পালনের জন্যে যেতে পারেননি অনেক সম্মানিত হাজীরা। আসন্ন হজ্জে যেন কেউ কোন জটিলতায় না পড়েন তাই তারা পর্যায়ক্রমে এই মতবিনিময় সভার আয়োজন করছেন। এছাড়াও পবিত্র হারাম শরীফ থেকে মাত্র ৩০০ মিটার থেকে ১০০০ মিটারের মধ্যে তাদের নিজস্ব স্থায়ী আবাসন ব্যবস্থায় তারা প্রায় ৩ যুগ ধরে কোন অভিযোগ ছাড়া মুসল্লীদের হজ্জ পালনে সহায়তা করে যাচ্ছেন যে ধারাবাহিকতা সামনেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, হারাম শরীফে এক রাকাত নামাজ আদায় করা ১ লক্ষ রাকাতের সমান। হাজীরা যেন আল্লাহর ঘরে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন এটি তাদের প্রধান লক্ষ্য ও প্রতিশ্রুতি। একসাথে সকলে যেন জান্নাতে মিলিত হতে পারেন এজন্যে আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত করার সুযোগ প্রার্থনা করেন আব্দুল মান্নান। একই সাথে সারা বছরের যেকোন সুবিধাজনক সময়ে তাদের সাথে একটিবার হলেও পবিত্র ওমরাহ্ পালনের আমন্ত্রণ জানান তিনি। সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়েখ মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই হাজী সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, আদমদিঘী উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ রাফি, নেকটার বগুড়ার সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদুর রহমান, ডোমনপুকুর আমিনিয়ার কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শাহাদৎ হোসেন, বগুড়া জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সাঘাটা হাজী সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, আজাহার আলী, মাওলানা আব্দুল মান্নান, রাজা মিয়া, মো: সেলিম, ফজলুর রহমান, দানেছুর রহমান, আব্দুল হামিদ, শফিকুল ইসলাম মুন্সী, মাস্টার ছমির উদ্দিন, আবু হানিফা, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হাসান চমকসহ আয়োজক প্রতিষ্ঠান সায়েম ট্রাভেলস এর সহকারী ম্যানেজার রেজাউল করিম মন্ডল সুরুজ, আইটি কর্মকর্তা জুয়েল আহম্মেদ, আমিনুল ইসলাম সাজু, সাকিব প্রমুখ। দুপুর পর্যন্ত চলা এই সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫ শতাধিক হাজী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।