বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গ্রেফতার | Daily Chandni Bazar বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৪ ০২:৫৬
বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গ্রেফতার
উপজেলা সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুরঃ

বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গ্রেফতার

বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে (২৯) নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ ৬ অক্টোবর(রবিবার) দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করেছে। মাসুদ বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর এলাকার মৃত: আনছার আলীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগে গত ৯ সেপ্টেম্বর বিরামপুর থানায় একটি মামলা হয়। ঐ মামলায় ১৩৩ জনের নাম উল্লেখ এবং ৫/৬শ’ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ না থাকলেও তদন্তকালে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় শনিবার দিবাগত রাতে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নাশতকতার মামলায় আটক দেখিয়ে মাসুদ রানাকে রবিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।