বগুড়া বীট পলিটেকনিকে নবীণবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান | Daily Chandni Bazar বগুড়া বীট পলিটেকনিকে নবীণবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২৪ ০০:৩৬
বগুড়া বীট পলিটেকনিকে নবীণবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার

বগুড়া বীট পলিটেকনিকে নবীণবরণ 
ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়া বীট( বিআইআইটি) পলিটেকনিক ইন্সটিটিউটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বীটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো: সাহাবুদ্দীন সৈকত। আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের চিফ এডমিন জোবায়ের রহমান, ইলেক্ট্রিক্যাল বিভাগের এর বিভাগীয় প্রধান এ এইচ এম জাকারিয়া হোসেন, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান তানভীর আলম, মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মেহেদী হাসান, টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান সানোয়ার হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষে স্পর্শ ও মামুন তালুকদার। অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের কম্পিউটার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজির ছয় শতাধিক শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। বরণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক কনক কুমার পাল।