বাড়ীঘর ভাংচুরকারীদের অতিদ্রুত গ্রেফতারের দাবীতে গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলীর জাতহলিদা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীঘর ভাংচুর ও পাটসহ বিভিন্ন মালামাল লুটপাট করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আ: মোমিন, আজাদুল, এমদাদুল হক, সাফিন, রবিউল, বজলুর রশিদ, গোলাম রব্বানী, মোজাফফর, শিরিন আকতার, লাজিনা বেগম প্রমুখ।
উল্লেখ্য, গাবতলীর নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের আজিজার রহমানের ছেলে রবিউল ইসলাম গং আদালতের রায় পেয়ে জাতহলিদা মৌজার ১২৯২ হালে ৩০১০ দাগে ১১ শতক জমিতে বাড়ীঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষরা গত ৯ অক্টোবর সকালে বাড়ীঘর ভাংচুর করে পাটসহ বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় একই গ্রামের লাল মিয়া, আ: রশিদ, এনামুল হক, রহমান, রাসেল, রিজুসহ ১২জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ অদ্যাবধিও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে না পারায় গতকাল জাতহলিদা গ্রামবাসীর উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।