গাবতলীতে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু | Daily Chandni Bazar গাবতলীতে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪ ০০:৪২
গাবতলীতে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

গাবতলীতে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু

গাবতলী কাগইলের মীরপুর গ্রামে বিলের পানিতে ডুবে দু’বোন নেশা (১০) ও প্রত্যাশা (১১) মারা গেছে। ছবি— উপজেলা সংবাদদাতা

বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। 
স্থানীয় প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে, ১০ই অক্টোবর দুপুর সাড়ে ১২টায় কাগইলের মীরপুর গ্রামে বাক প্রতিবন্ধী মামুনের কন্যা মীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী নেশা (১০) ও আব্দুল্লাহেল কাফী পল্টুর কন্যা মোকামতলা কেজি স্কুলের ২য় শ্রেণির ছাত্রী প্রত্যাশা (১১) বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। স্থানীয় পথচারীরা শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে। একইদিনে একই সাথে দুই শিশু মৃত্যুবরণ করায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে অঝোরে কেঁদেছেন। গাবতলী মডেল থানার এসআই আ: কুদ্দুস গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।