জয়পুরহাটে বিভিন্ন মন্দির পরিদর্শন করল সেনাবাহিনী | Daily Chandni Bazar জয়পুরহাটে বিভিন্ন মন্দির পরিদর্শন করল সেনাবাহিনী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪ ০১:০৫
জয়পুরহাটে বিভিন্ন মন্দির পরিদর্শন করল সেনাবাহিনী
জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটে বিভিন্ন মন্দির পরিদর্শন 
করল সেনাবাহিনী

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন জয়পুরহাট সেনা ক্যাম্পের সদস্যরা। 
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) পাঁচবিবি উপজেলার  কেন্দ্রীয় বারোয়ারী মন্দির ও উচাই আদিবাসী সর্বজনীন পূজা মন্দিরে উদযাপিত শারদীয় দুর্গা পূজার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তারা। এসময় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও পুরোহিতদের সাথে কথা বলেন জয়পুরহাট সেনা ক্যাম্পের অধিনায়ক  লে: কর্ণেল জুবায়ের শফিক।
 
এসময় তিনি সুন্দর, সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন । তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ও আনসার সদস্যদেরকে  আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। সেই সাথে যে কোন পরিস্থিতিতে  জয়পুরহাট জেলায় নিয়োজিত সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও তিনি খ্রিস্টান স (SAMS) সেভেত্থ ডে অ্যাডভেন্টিস সেমিনারী স্কুল ও পাথরঘাটা সাধু পিতর ও পৌলের গির্জা পরিদর্শন করেন। সেনাবাহিনী টহল দলের সাথে আরো উপস্থিত ছিলেন মেজর জাহিদ সাদনান (৫৯ ইবি) ।