বড়াইগ্রামে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু | Daily Chandni Bazar বড়াইগ্রামে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪ ২১:৫০
বড়াইগ্রামে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
উপজেলা সংবাদদাতা, বড়াইগ্রাম, নাটোর:

বড়াইগ্রামে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবায়  সানজিদা (২) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১১ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মাঝগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই গ্রামের সুৃমন মন্ডলের  মেয়ে। 
 
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান জানান, সকালে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। তার মা এবং বাড়ির অন্য সদস্যরা গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি সংলগ্ন ডোবায় শিশুটির অচেতন দেহ ভাসতে দেখেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।