প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪ ০০:২৪
মালয়েশিয়া বিমানবন্দরে আজহারীকে আটকে দিল পুলিশ
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে। শুক্রবার বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে মালয়েশিয়ায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমানকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
সূত্র অনুযায়ী, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে কুয়ালালামপুর বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
তদন্তের স্বার্থে পুলিশ এ বিষয়ে আর বিস্তারিত তথ্য জানায়নি।