জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাত ব্যবসায়ীকে জরিমানা | Daily Chandni Bazar জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাত ব্যবসায়ীকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ০১:০৯
জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাত ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাত  ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং টাস্কফোর্স   এ অভিযান চালায়। এ সময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় সাত  ব্যবসায়ীকে সাত হাজার ৫শ   টাকা জরিমানা করা হয়।
 
 
শনিবার (১২ অক্টোবর  ) সকালে শহরের নতুনহাট  বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজজাদ হোসেন। 
 
এ অভিযানের সময়   অতিরিক্ত জেলা  জেলা প্রশাসক (রাজস্ব)  সবুর আলী বলেন,   নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্যতালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে।  নিত্যপণ্য সবজি, চাল, মাছ, ডিম, মুরগি ও মাংস বাজার তদারকি করার পাশাপাশি মূল্য তালিকা টাঙানোসহ ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা হয়।
 
তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষের জেনো ক্রয় সীমার ভিতরে থাকে  বর্তমান সরকার প্রতিটি জেলায় বাজার মনিটরিং টাস্কফোর্স গঠন করে দিয়েছেন। সেই   টাস্কফোর্স প্রতিদিনের মতো আজকেও আমরা বাজারে এসেছি। 
কিছু অসাধু ব্যবসায়ী জেলার বিভিন্ন বাজারগুলোতে  বেশি মূল্যে পণ্য বিক্রি করে আসছেন । এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। 
 
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান,  
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব’র) জেলা সভাপতি আব্দুস সালাম, শিক্ষার্থী  প্রতিনিধি হাসিবুল, মোবাশ্বের   উপস্থিত ছিলেন।