রংপুরে নারী—বৃদ্ধসহ ৫ জনকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar রংপুরে নারী—বৃদ্ধসহ ৫ জনকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ০১:১৯
রংপুরে নারী—বৃদ্ধসহ ৫ জনকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ

রংপুরে নারী—বৃদ্ধসহ ৫ জনকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস সর্দারপাড়া এলাকায় জমিজমা ২ নারীর সহ ৫জনকে ব্যাপক মারপিটের অভিযোগ পাওয়ায় গেছে। বর্তমানে গুরুতর আহত চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় সন্ত্রাসীদের হুমকি—ধামকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় ভুমিহীন বৃদ্ধ রওশন আলী ও হাসান আলীর পরিবার। তারা ইতিমধ্যে তাজহাট মেট্রোপলিটন থানায় এজহার দায়ের করেছেন। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে গতকাল শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে ৩২ নং ওয়ার্ডবাসী ও ধর্মদাস সর্দারপাড়া এলাকার আয়োজনে  হামলাকারিদের দ্রুত গ্রেফতার করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্য জয়নাল আবেদীন, শরিফ, শরিফুল ইসলাম, আবুল কাশেম, রুমি বেগম, খেলাফত মজলিস রংপুর মহানগরীর তাজহাট থানার সভাপতি নুর হোসেন নুরু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফাহিম, মহানগর শ্রমিক মজলিসের সভাপতি ফজলুল হক, সহ—সভাপতি আলমগীর হোসেন, ছাত্র মজলিস মহানগর কমিটির সভাপতি হাফেজ ইসমাঈল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন্ শ্রেণী পেশার কয়েক শতাধিক নারী, পুরুষ উপস্থিত ছিলেন।