কলাপাড়ায় মাইকিং করে ইলিশ বিক্রির ধুম | Daily Chandni Bazar কলাপাড়ায় মাইকিং করে ইলিশ বিক্রির ধুম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ০১:৪৯
কলাপাড়ায় মাইকিং করে ইলিশ বিক্রির ধুম
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া,পটুয়াখালী

কলাপাড়ায় মাইকিং করে ইলিশ বিক্রির ধুম

শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ আহরনের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এ ২২ দিন ইলিশ আহরন, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। তাই শেষ দিনে পটুয়াখালীর কলাপাড়া শহর সহ বিভিন্ন বাজারে চলছে ইলিশ বিক্রির ধুম।
 
 সন্ধ্যার পর পরই মাইকিং করে কলাপাড়া পৌরসভা, টিয়াখালী,নীলগঞ্জ, বালিয়াতলী সহ উপজেলার সব মাছ বাজারগুলো ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইলিশ বিক্রি শুরু হয়। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে ওঠে এসব বাজার। তবে আগের তুলনায় দাম তেমন কমেনি বলে দাবি ক্রেতা বিক্রেতাদের। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ১৬শ টাকা ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩শ থেকে ৩শ' ৫০ টাকা কেজি দরে। শুক্রবার ও শনিবার দুই দিনে গভীর সাগর থেকে মহিপুর ও আলীপুর বিএফডিসি মার্কেটে জেলেদের নিয়ে আসা ইলিশই দক্ষিনের এসব বাজারে বিক্রি হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ।