রাজশাহীতে সড়ক পরিবহনের দু' গ্রুপের সংঘর্ষ | Daily Chandni Bazar রাজশাহীতে সড়ক পরিবহনের দু' গ্রুপের সংঘর্ষ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪ ০২:০৯
রাজশাহীতে সড়ক পরিবহনের দু' গ্রুপের সংঘর্ষ
রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীতে সড়ক পরিবহনের দু' গ্রুপের সংঘর্ষ

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক পরিবহন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ালে দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন নেতা রাকেশ গ্রুপের সদস্যরা সড়ক পরিবহনের বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের আয়োজন করে । এর কিছুক্ষণ পরেই বর্তমান কমিটি অর্থাৎ হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান গনমাধ্যম কর্মীদের বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচির উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়ালে তাঁরা আমাদের উপর হামলা চালায়। তাঁরা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখলে নিয়েছে।'

তিনি আরো বলেন,' আমরা চাই এখানে প্রশাসক নিয়োগ করা হোক। এরপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা সড়ক পরিবহনের দায়িত্ব নিবে। কোন অবৈধ প্রতিনিধি আমরা মানবো না।'