বগুড়ার দুপচাঁচিয়ায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। গত ১৪অক্টোবর সোমবার সন্ধ্যায় এ ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত ১৫অক্টোবর মঙ্গলবার দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ঘটনারদিন সোমবার বিকেলে উপজেলার খলিশ্বর গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়–য়া এক শিশু শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে খলিশ্বর বাজারে যায়। ওই সময় ওই শিশু রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় একই গ্রামের ব্যাটারী চালিত ইজিবাইক চালক মৃত নিজাম উদ্দিন শাহ ছেলে ফেরদৌস শাহ(৪২) তাকে গুপীনাথপুর মেলায় নিয়ে যাবার কথা বলে ইজি বাইকে তুলে নিয়ে উপজেলার বাঁকপাল গ্রামের পশ্চিমে মাঠে ডিপটিউবওয়েলের ঘরের পাশে নিয়ে যায়। সেখানে ফেরদৌস ওই শিশুর কাপড়চোপড় খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে ফেরদৌস পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, ধর্ষনের চেষ্টা মামলার আসামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জবানবন্দী গ্রহনের জন্য ভিকটিমকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।