নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া স্কুল এন্ড কলেজ সহ নাটোরের ৪ টি কলেজের কেউ এবার এইচ এস সি পাশ করেনি। এই চারটি কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৪ জন শিক্ষার্থী। যাদের কেউ কৃতকার্য হতে পারে নি। চারটি কলেজের মধে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় থেকে ৪ জন, গুরুদাসপুরে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ থেকে ৬ জন, নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২ জন এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা উইমেন কলেজ থেকে ২ জন এবারের এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু এই চার কলেজের ১৪ পরীক্ষার্থীর কেউ পাশ করে নাই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাটোর থেকে এবছর মোট ১১ হাজার ৪৬৮ জন এইচ এস সি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে পাশ করেছে ৮ হাজার ৯৯২ জন। জিপিএ - ৫ পেয়েছে ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। নাটোর জেলায় এবছর পাশের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। মঙ্গলবার রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম ঘোষিত ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, প্রতিষ্ঠানটি নন এমপিওভূক্ত । শুরুর দিকে প্রতিষ্ঠানটিতে ছাত্র ছাত্রী ভালো ছিল। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনসহ নানা কারনে এই কলেজে ভর্তি করতে দিতো না। কলেজ খুলতেও অনেক সময় বাঁধা প্রদান করা হয়েছে। এর পরেও প্রায় প্রতিবছর পাশের আনুপাতিক সংখ্যা আশানুরূপ হয়েছে। এবছর যে ৪ জন পরীক্ষা দিয়েছে তারা নিয়মিত ক্লাস করেনি। প্রতিষ্ঠান কে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছি আমরা। আগামী বছর গুলোতে ভালো ফলাফল হবে আশা করছি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রওশন আলী বলেন, প্রতিষ্ঠানগুলোতে কেন পাশ করলো না সে বিষয়ে তদন্ত করা হবে। জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদুজ্জামান জানান, যেসব প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি সেসব প্রতিষ্ঠান প্রধানদের সাথে বসা হবে।