শিবগঞ্জে একই রাতে তিন গ্রামের ৬ জন পথচারী শিয়ালের কামড়ে আক্রান্ত | Daily Chandni Bazar শিবগঞ্জে একই রাতে তিন গ্রামের ৬ জন পথচারী শিয়ালের কামড়ে আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪ ১১:৫৫
শিবগঞ্জে একই রাতে তিন গ্রামের ৬ জন পথচারী শিয়ালের কামড়ে আক্রান্ত
উপজেলা সংবাদদাতা, শিবগঞ্জ, বগুড়াঃ

শিবগঞ্জে একই রাতে তিন গ্রামের ৬ জন পথচারী শিয়ালের কামড়ে আক্রান্ত

বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকায় একই রাতে তিন গ্রামের ছয়জন পথচারী শিয়ালের কামড়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১০টার দিকে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন বানাইল গ্রামের কৃষক ইউনুস আলী (৬৫), আরিফুল ইসলাম (২৭), দহিলা গ্রামের মাহমুদ (৩০), মোজাম্মেল হোসেন (৬০) ও তার স্ত্রী খোতেজা বেগম (৪৫), এবং বগিলাগাড়ী গ্রামের ফারুক হোসেন (৫০)। তাঁরা উপজেলার সদর থেকে বাড়ি ফিরছিলেন, একটি শিয়াল তাঁদের ওপর আক্রমণ করে।

গ্রামের লোকজন দ্রুত শিয়ালটিকে ধাওয়া করে এবং সেটিকে পিটিয়ে মারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাবারের সংকটের কারণে সন্ধ্যা ঘনিয়ে এলেই শিয়ালের উপদ্রব বৃদ্ধি পায়। তারা বলেন, “গ্রামে বর্তমানে মুরগির খামার থাকার কারণে শিয়াল মরা মুরগি খাওয়ার জন্য রাতে খামারের আশপাশে ঘুরে বেড়ায়।”

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার বিপুল সরকার জানান, শিয়ালের কামড়ের ফলে জলাতঙ্ক রোগ হতে পারে। তাই আক্রান্ত ব্যক্তিদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এই ঘটনা গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, এবং স্থানীয় বাসিন্দারা শিয়ালদের উপদ্রব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।